শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
৫০ ফুট গভীর কুয়া। পরিত্যক্ত কুয়াটিতে পড়ে যায় আটমণ ওজনের একটি মহিষ। স্থানীয়রা অনেক চেষ্টা চালিয়েও উদ্ধারে ব্যর্থ হয়। এরপর ডাকা হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের। প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে অবশেষে জীবিত অবস্থায় মহিষটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভায়া কামারপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১২ টার দিকে উপজেলার অভায়া কামারপাড়া গ্রামের আব্দুল হালিমের পালিত একটি মহিষ রাস্তার পাশের পরিত্যক্ত ৫০ ফুট গভীর কুয়ার ভেতরে পড়ে যায়। এরপর আশপাশের লোকজন এসে অনেক চেষ্টা চালিয়েও মহিষটি উদ্ধারে ব্যর্থ হয়। এরপর গোদাগাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মহিষটি জীবিত উদ্ধারে সক্ষম হয়।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, কুয়ার ভেতরে পড়ে যায় মহিষটি। এরপর কুয়াতে অনেক পানি দেয়া হয়। এতে মহিষটি ভেসে ওঠে। এরপর তার নেতৃত্বে ফায়ারম্যান শফিউল ইসলাম, রবিউল আওয়াল, আশফাকুল আলমসহ অন্যরা কৌশলে মহিষটি জীবিত উদ্ধারে সক্ষম হন।
এদিকে মহিষটি কুয়াতে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন। গভীর কুয়া থেকে মহিষটি জীবিত উদ্ধার করতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তারা।