মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনায় রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপি পথনাটক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই নাটক অনুষ্ঠিত হচ্ছে। এর আয়োজন করছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট।
গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে সকল সেবা পাওয়া যাবে। রোববার থেকে শুরু হওয়া এই নাটক সোমবার শেষ হয়েছে। ৩৫টি স্থানে এই পথনাটক অনুষ্ঠিত হয়েছে। গর্ভবতী মায়ের সকল চিকিৎসাসেবাও নিরাপদ ডেলিভারির আহ্বান জানানো হয়েছে।
পথনাটকে উপস্থিত ছিলেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের ফিল্ড সুপারভাইজার, আবুল কালাম আজাদ, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, মরিয়ম আক্তার, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট শামীমা আক্তার ও মঞ্জু আরা প্রমুখ।