নিখোঁজের তিনদিন পর রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি:বাড়ি থেকে নিখোঁজের ৩ দিন পর আজাদ হোসেন (২১) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়-ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। পেশায় রাজমিস্ত্রি আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ‘গত ১১ তারিখ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
বুধবার দুপুরে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। সেইসাথে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ