বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সিংড়ায় গ্রেফতারকৃত আসামিরা
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার।
এর আগে সিংড়া উপজেলার শেরকোল শাহীবাজার এলাকায় বেলা ১১টায় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার বলেন, আটককৃতরা বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
এদিকে নওগাঁর বদলগাছীতে ৬ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এর নেতৃত্বে এস আই মেহেদী হাসান, আব্দুল আলিম, মনিরুল ইসলাম, মতিউর রহমান অভিযান চালিয়ে খামার আক্কেলপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ির ভাড়াটিয়া তানজীদ হোসেন ওরফে বিজয় এর স্ত্রীকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এ সময় বিজয় পালিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বিজয় বিভিন্ন এলাকায় ভাড়া থাকার কৌশলে মাদকম ব্যবসা চালিয়ে আসছে।