গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


আরএমপির পবা ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১শো পিস ইয়াবাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামিরা হলো- মিষ্টার সুজন (২০), মেহেদী হাসান (২৪), শফিকুল ইসলাম (৪০) ও রাকিবুল ইসলাম রাজু (৩১)। সুজন বাগমারা থানার সৈয়দপুরের আ. সামাদের ছেলে, মেহেদী হাসান একই থানার মাধাইমুড়ি গ্রামের মামুন কাজীর ছেলে, শফিকুল ইসলাম মির্জাপুর বিরহীর মৃত ফরিদ সরদারের ছেলে এবং রাকিবুল ইসলাম রাজু মহানগরীর গোলজারবাগ গুড়িপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬:১৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম পবা থানার মধুসুদনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে একটি অটোরিক্সায় যাত্রীবেশে থাকা আসামি মিষ্টার সুজন, মেহেদী হাসান ও শফিকুল ইসলামকে ২ কেজি গাঁজাসহ আটক করে।
জিজ্ঞসাবাদে আসামিরা জানায়, তারা গাঁজা নওগাঁ সদর থানার বালুডাঙ্গার শামিমের কাছ থেকে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে।

অপর এক অভিযানে শুক্রবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১ টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা হতে আসামি রাকিবুল ইসলাম রাজুকে ১শো পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পবা ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ