মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয় লব্ধ নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ধৃত ব্যক্তি সনি (৩৮) নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার মৃত সাইদুলের ছেলের। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২২ মে) রাত ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজপাড়া থানার দাশপুকুরে অভিযান চালিয়ে আসামি সনিকে গ্রেফতার করে।
এসময় আসামির কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয় লব্ধ নগত টাকা উদ্ধার হয়। অভিযানকালে পলাতক আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।