বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানান, গাজার উত্তরাংশের ফিলিস্তিনি শিশুরা অনাহারে মারা যাচ্ছে।
সংস্থাটি রোববার (৩ মার্চ) গাজার আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতাল পরির্দশন করে সেখানে ‘ভয়াবহ পরিস্থিতি’ দেখার কথা বলেছেন তেদ্রোস। অক্টোবরের সূচনার পর থেকে এই প্রথম সেখানে যাওয়ার সুযোগ পেয়েছেন তারা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে পরিদর্শনে তিনি যা দেখেছেন তা তুলে ধরেছেন। বিবিসি এ খবর জানিয়েছে।
তেদ্রোস লিখেছেন, খাদ্যাভাবে দশটি শিশুর মৃত্যু হয়। আর সেখানে ‘গুরুতর পর্যায়ের অপুষ্টি’ বিরাজ করছে। হাসপাতাল ভবনগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
রোববার হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ