গাজায় আবারো ইসরায়েলের হামলায় অন্তত ৫০ জন নিহত

আপডেট: মে ২৪, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


গাজায় আবারো হামলা চালালো ইসরায়েল। এতে মৃত অন্তত ৫০ ফিলিস্তিনি। এদিকে, ইসরায়েলি হামলার জেরে এখনও পর্যন্ত রাফা ছেড়ে পালিয়ে গেছেন আট লক্ষেরও বেশি ফিলিস্তিনি। জানা গেছে, ইসরায়েল বাহিনি গাজা উপত্যকা জুড়ে আকাশ ও স্থলপথে হামলা চালিয়েছে।

হামলার জেরে নিহত অন্তত ৫০ জন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনার লড়াই চলছে। জানা গিয়েছে, ইসরায়েলি সেনার ট্যাঙ্কগুলো রাফার আরো দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে শহরের পশ্চিমাঞ্চলীয় জেলা ইবনার দিকে অবস্থান করছে। নিকটবর্তী শহরগুলিতে হামলা চালানোই লক্ষ্য।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ