গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ

গাজার নুসেইরাত শিবিরে ইসরায়েলি হামলা। ছবি: রয়টার্স।

সোনার দেশ ডেস্ক :


গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। আহত অনেকে। রবিবার (৩ নভেম্বর) আকাশ ও স্থল অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের প্রায় অর্ধেকই উত্তরাঞ্চলের।

ইসরায়েলি সেনাবাহিনী এক মাস ধরে সেখানে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, এই হামলা হামাসকে পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনিরা এই হামলাকে ‘জাতিগত নির্মূলকরণ’ হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, গাজার উত্তরাঞ্চলীয় দুইটি শহর ও একটি শরণার্থী শিবির খালি করার উদ্দেশ্যে হামলাগুলো চালানো হচ্ছে।

ইসরায়েল এ দাবি প্রত্যাখ্যান করেছে। বলেছে, তারা সেখানে থেকে হামলা চালানো হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ