গাজায় জাতিসংঘের সদর দপ্তরের নিচেই মিলল হামাসের সুড়ঙ্গ

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে। এর ফলে প্রাণ গিয়েছে ২৭ হাজারের বেশি মানুষের। যুদ্ধের মধ্যেই ইসরায়েল জানায়, গাজায় জাতিসংঘের সদর দপ্তরের নিচেই মিলেছে হামাসের সুড়ঙ্গ।

জানা গেছে, প্রচুর পরিমাণে ইলেকট্রনিক সরঞ্জাম মিলেছে সেখানে।
ধারণা করা হচ্ছে, গাজায় বাসিন্দাদের যে ত্রাণ পাঠানো হত তা থেকে জ্বালানি করে উৎপাদিত হত বিদ্যুৎ। এমনকি, সুড়ঙ্গের ভেতরে প্রচুর পরিমাণে নথিপত্র মিলেছে।

তা থেকে স্পষ্ট হয়েছে ওই সুড়ঙ্গ হামাসেরই। উল্লেখ্য, এর আগে একাধিকবার ইজরায়েল অভিযোগ করেছে গাজার জাতিসংঘের কর্মিদের অনেকে হাত মিলিয়েছে হামাসের সঙ্গে। যে কারণে বহু দেশ ইতোমধ্যেই ত্রাণ পাঠানো বন্ধ করেছে গাজায়। প্রসঙ্গত, শনিবার (১০ ফেব্রুয়ারি) ইরায়েলি সেনা বিমানের বোমায় প্রাণ হারিয়েছেন ৩১ জন ফিলিস্তিনি। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে না বলার পর গাজা উপত্যকায় আরও জোরালো হয়েছে ইসরায়েলি হামলা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন