গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে, যা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৫ জনে পৌঁছেছে। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় ১.৭ শতাংশ। যুদ্ধের আগে গাজার মোট জনসংখ্যা ছিল প্রায় ২৩ লাখ।

এই বিপুল হতাহতের পাশাপাশি, উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজার প্রায় ৬০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপগ্রহ চিত্র অনুযায়ী, গত কয়েক মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিহতদের মধ্যে বেসামরিক এবং সশস্ত্র যোদ্ধা উভয়েরই উল্লেখ রয়েছে। তবে, রিপোর্টে বলা হয়েছে যে হতাহতদের অধিকাংশই নারী, শিশু, ও বৃদ্ধ।

এদিকে, চলতি মাসে বিবিসিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, যুদ্ধ চলাকালীন ১৫ হাজারের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

হতাহতের সংখ্যা নিয়ে উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করা কঠিন, কারণ গাজায় বিবিসি এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম সরাসরি প্রতিবেদন করতে পারেনি।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ