শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
রাফাহ শহরের একটি সামরিক যানবাহনে হামাস যোদ্ধাদের রকেট চালিত গ্রেনেড হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার (১৫ জুন) এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, পশ্চিম রাফাহ শহরের তাল আস-সুলতান জেলায় তাদের যোদ্ধারা অতর্কিতে এই হামলাটি চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা। বিবৃতিতে তারা আরও জানায়, তাঁদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করে। এর পরপরই সেখানে ওৎপেতে থাকা তাঁদের আরেকটি সমর্থন বাহিনী গুলি চালায়। সেনাদের উদ্ধারকারী গাড়িকেও আক্রমণ করা হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে আট সেনা নিহতের কথা নিশ্চিত করেছে। দক্ষিণ গাজায় অভিযান-সংশ্লিষ্ট কার্যক্রমের সময় তারা নিহত হন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ঠিক কীভাবে হামলাটি ঘটেছে তা তদন্ত করা হবে।
গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ৩৭ হাজার, ২৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগ নারী, শিশু ও বয়স্ক।
শনিবারের হতাহতের ঘটনা সম্ভবত যুদ্ধবিরতির আহ্বানে ইন্ধন জোগাবে এবং ইসরায়েলি জনগণের ক্ষোভকে বাড়িয়ে তুলবে। গাজায় স্থল অভিযান শুরু করার পর জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ ২১ সেনা হারিয়েছিল ইসরায়েল।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন