গাজায় আবারো ইসরায়েলি হামলা

আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


হামাসের বিরুদ্ধে ইসরায়েল আবারো যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলি বাহিনি শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৭ টায় যুদ্ধবিরতি শেষ হওয়ার এক ঘণ্টা আগেই রকেট ও বিমান হামলা চালিয়েছে। আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরায়েল বলছে, ইসরায়েলি ভূখণ্ডে গুলি চালিয়ে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এখন গাজার উত্তর ও পূর্বাঞ্চলে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনি গাজার উত্তর থেকে শুরু করে শেখ রাদওয়ানের সংলগ্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। এছাড়াও মধ্য গাজায় আর্টিলারি গোলাবর্ষণ শুরু করেছে। ইসরায়েলি বাহিনি বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। স্থল অভিযান বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি বাহিনির হামলা এতোটাই ব্যাপক যে, গাজা উপত্যকার দক্ষিণের আকাশে ইসরায়েলি ড্রোনের শব্দ স্পষ্টত শোনা যাচ্ছে।
উত্তর গাজার প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠী এবং ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। মধ্য গাজা, নুসিরাত ও বুরেইজ শরণার্থী শিবিরের কাছেও ইসরায়েলি ট্যাংক গোলাবর্ষণ করছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ