মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ইসরায়েলি বিমান হামলায় গাজায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অন্তত একশো জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরার এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৯ হাজার ৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলি ১ হাজার ১৪০ জনের প্রাণ গেছে।
ইসরায়েল বলছে, দেশটির বাহিনি উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ইসরায়েলি সেনারা দাবি করেছে যে, ওই এলাকায় হামাসকে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, তার দেশ জিম্মি মুক্তির বিনিময়ে দ্বিতীয় দফায় মানবিক যুদ্ধবিরতির জন্য প্রস্তুত আছে। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় সম্পর্কিত আলোচনার জন্য বুধবার মিশরে যাবেন বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ