গাজায় এক মাসে চার হাজার শিশুর মৃত্যু

আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ১:২৪ অপরাহ্ণ

গাজায় শিশু মৃত্যু। ছবি: আল জাজিরা

সোনার দেশ ডেস্ক:


গাজায় এক মাস ধরে পর্যায়ক্রমে মৃত্যুর মিছিল চলছে। গাজায় একর পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে যার মধ্যে শিশুর সংখ্যা ন্যূনপক্ষে চার হাজার আটটি। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার (৫ নভেম্বর) রাতে গাজার বুরেজি শরণার্থী শিবিরে বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় আল আকসা হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির বা স্কুল কোনো কিছুই ইসরাইলি হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েল সেনারা পর্যায়ক্রমে তাদের হামলা অব্যাহত রেখেছে। এছাড়া রোববার রাতের গাজার জাওয়াদাই হামলা ১০ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, রোববার রাতের হামলার পর সোমবার ভোরের আগে অনেক এলাকায় জরুরি সেবা পৌঁছানো সম্ভব হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন