গাজায় মৃত্যু মিছিল দীর্ঘ হচ্ছে, নিহতের সংখ্য ২০ হাজার ছাড়ালো

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১:৪০ অপরাহ্ণ

 

সোনার দেশ ডেস্ক:


অবরুদ্ধ গাজায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। ইসরাইলি হালায় ইতোমধ্যেই সেখানে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এ বছরের ৭ অক্টোবর থেকে চলা সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলি বাহিনির ক্রমাগত বিমান হামলার শিকার হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা।

সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, অবরুদ্ধ গাজায় এ পর্যন্ত ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন। অন্যদিকে পশ্চিম তীরে নিহত হয়েছে ৩০৩ জন এবং সেখানে আহত হয়েছে ৩ হাজার ৪৫০ জন।

৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধারা। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে এ পর্যন্ত উভয়পক্ষে সংঘাত চলছেই। গাজার বিভিন্ন স্থানে হামাসকে নির্মূলের লক্ষে দিন-রাত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনি। এরফলে প্রায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। বাদ যাচ্ছে না নারী বা শিশুরাও।

তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ