গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসংঘে

আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ২:১০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হলো একটি খসড়া প্রস্তাব, যেখানে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি করা হয়েছে। একই সাথে সেখানে আটক সব পণবন্দিকে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়েছে।

১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত থেকেছে ২৩টি এবং বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। যার মধ্যে আমেরিকা রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রস্তাবটি সাধারণ পরিষদে পেশ হওয়ার আগে বাইডেনকে বলতে শোনা যায়, এখনও বিশ্বের অধিকাংশ দেশের সমর্থন ইজরায়েলের প্রতি রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের দেশগুলো রয়েছে।

কিন্তু পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে আগামিদিনে সেই সমর্থন হারাতে চলেছে ইসরাইল। তারপরেও্র যুদ্ধবিরতির বিপক্ষেই সায় দিয়েছে যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ