শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
অবরুদ্ধ গাজার আল-আহলি আরব হাসপাতালে মঙ্গলবার (১৭ অক্টোবর) ইসরায়েলি হামলায় অন্তত পাঁচশো লোকের প্রাণ গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। হামাস এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। আল জাজিরা।
এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় আহত ও বাস্তুচ্যুত লোকেদের পাশাপাশি অসুস্থরাও এই হাসপাতালে ছিলেন।
৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত তিন হাজার লোকের প্রাণহানির খবর জানা গিয়েছিল। হাসপাতালে হামলার ঘটনার আগেই এই নিহতের সংখ্যা জানা যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলের বোমা হামলায় হাসপাতালটির ধ্বংসাবশেষের নিচে কয়েকশো লোক চাপা পড়েছে।
তথ্যসূত্রধ বাংলানিউজ