শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা ইস্যুতে এক বিরল পদক্ষেপ নিয়েছেন। অবরুদ্ধ গাজাতে ৯৯ ধারা জারির আহ্বান জানিয়েছেন তিনি। এই ধারাটি চলমান সংকট সমাধানের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক অস্ত্র হিসেবে বিবেচিত। সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রেরিত একটি চিঠি জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ জারির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই ধারাতে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বিষয়ে যেকোনো পদক্ষেপ নিতে পারেন জাতিসংঘ মহাসচিব।
ওই চিঠিতে বলা হয়েছে, একটি মানবিক বিপর্যয় এড়াতে নিরাপত্তা পরিষদকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। সেই সঙ্গে তিনি গাজায় মানবিক যুদ্ধবিরতি ঘোষণার আহ্বানও জানিয়েছেন।
২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিবের দায়িংত্ব নেয়ার পর প্রথমবারের মতো এই ধারাটি আহ্বান করলেন গুতেরেস।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন