গাজা এখন মৃত্যুকূপে পরিণত: হু

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ২:২৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :গাজা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সেখানে মানবিক কার্যক্রম সম্পূর্ণররূপে ভেঙে পড়েছে বলেও জানান তিনি।
প্যালিস্টিন রেডক্রিসেন্ট সোসাইটি খান ইউনিসের আল-আমাল হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সতর্ক করেছেন। কারণ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলি বাহিনি।

মেডিকেল দাতব্য সংস্থা এমএসএফ-এর আল-মাওয়াসিতে অবস্থিত আশ্রয় কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দু’জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
গাজা সরকারের গণমাধ্যম অফিস জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে উত্তর গাজা এলাকায় খাওয়ার মতো কিছুই নেই।
২০২৩-এর অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৩। আহত হয়েছে ৬৯ হাজার ৩৩৩ জন।
তথ্যসূত্র: আল-জাজিরা, বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ