গাজা ভূখণ্ড জয়, দখল কিংবা শাসন করবে না ইসরায়েল : নেতানিয়াহু

আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


ইসরালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তার দেশ হামাসের সঙ্গে যুদ্ধের পর গাজা ভূখণ্ড জয়, দখল কিংবা শাসন করবে না।
মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে তিনি বলেন, তবে জঙ্গি হুমকির উত্থান প্রতিরোধে প্রয়োজন হলে ফিলিস্তিনি ছিটমহলটিতে প্রবেশ করার ক্ষেত্রে একটি ‘বিশ্বাসযোগ্য বাহিনির’ প্রয়োজন হবে।

চলতি সপ্তাহে নেতানিয়াহু জানিয়েছিলেন, যুদ্ধের পর ইসরায়েল অনির্দিষ্টকাল গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে। কিন্তু তার এ মন্তব্যের বিরোধিতা করে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তারা বলেছিল, তখনও ফিলিস্তিনিদেরই গাজা শাসন করতে হবে। ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধের পর তারা গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করবে।

এরপর বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, আমরা গাজা জয় করতে চাই না, গাজা দখল কিংবা শাসনও করতে চাই না।
নেতানিয়াহু বলেন, গাজায় একটি বেসামরিক সরকার প্রয়োজন হবে, তবে ইসরায়েলকে এটিও নিশ্চিত করতে হবে যে, আবার ৭ অক্টোবরের মতো আর কোনো হামলার পুনরাবৃত্তি হবে না।

তাই একটি বিশ্বাসযোগ্য বাহিনি থাকতে হবে। দরকার হলে এই বাহিনি গাজায় প্রবেশ করবে এবং হত্যাকারীদের হত্যা করবে। কারণ এটিই হামাসের মতো কোনো কিছুর পুনরুত্থান ঠেকাতে পারবে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর গাজা থেকে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন আক্রমণ চালায়। ওই হামলায় প্রায় ১৪শো জন মানুষ নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। হামাস যোদ্ধারা ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে বলেও জানিয়েছে ইসরাইল।

তারপর থেকে গাজায় অব্যাহতভাবে বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা বিমান হামলার প্রায় দু’সপ্তাহ পর গাজায় স্থল অভিযানও শুরু হয়েছে। ইসরায়েলের ক্রমাগত হামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০ হাজার ৮১২ জন গাজাবাসী নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ