শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মিশিগানে এগিয়ে ট্রাম্প। ছবি: নিউজ উইক।
সোনার দেশ ডেস্ক:
দোদুল্যমান মিশিগান রাজ্যেও এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এ রাজ্যে ট্রাম্প এগিয়ে আছেন ৫০.০ শতাংশ ভোটে। আর কমলা হ্যারিস পেয়েছেন ৪৮.১ শতাংশ ভোট। এছাড়া এখানে গ্রিন পার্টির জিল স্টেইন পেয়েছেন ০.৭ শতাংশ ভোট। রাজ্যের রয়েছে ১৫টি ইলেক্টোরাল ভোট। অবশ্য মিশিগানের চূড়ান্ত ভোট গণনা এখনও শেষ হয়নি। তারপরও রাজ্যটিতে জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত ট্রাম্প।
কারণ এই রাজ্যের সবচেয়ে বড় মুসলিম শহর হিসেবে পরিচিত ডিয়ারবর্নের আরব আমেরিকানদের সমর্থনও পেয়েছেন ট্রাম্প। অনানুষ্ঠানিক ফলাফল অনুসারে, শহরে কমলা হ্যারিস পেয়েছেন ২৮শতাংশ এবং ডোনাল্ড ট্রাম্প ৪৭ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া এখানে গ্রিন পার্টির জিল স্টাইন ২২ শতাংশ ভোট পেয়েছেন। প্রাথমিক ফলাফলে বোঝা যাচ্ছে, ডিয়ারবর্নে ভোটাররা ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক সমর্থন দিয়েছে। আর একে বাইডেন প্রশাসনের ইসরায়েল-গাজার যুদ্ধ নিয়ে নেওয়া পদক্ষেপের প্রতি স্পষ্ট প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।
মিশিগানের এই শহরের ভোটাররা গাজা যুদ্ধের বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান নিয়ে বরাবরই অসন্তোষ প্রকাশ করে আসছেন। যদিও কমলা হ্যারিস জয়ী হলে গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তার অব্যাহত সমর্থন এবং ইসরায়েলে বারবার যুদ্ধাস্ত্র পাঠানোকে ভালোভাবে নেয়নি আরব-আমেরিকান ও মুসলিম ভোটাররা।
এমনিক কমলা হ্যারিস যে নির্বাচনে জয়ী হতে পারবেন না স এই বিষয়টি সেপ্টেম্বরেই নিউজউইককে জানিয়েছিলেন জিল স্টেইন।
কারণ হিসেবে তিনি ‘গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে কমলার মুসলিম ও আরব আমেরিকানদের সমর্থন’ হারানোর বিষয়টিতে জোর দিয়েছিলেন।
মঙ্গলবার রাতে ডেট্রয়েট মার্সি বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক খালেদ বেইদুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, ‘কমলা হ্যারিসের মিশিগান হারানোর কারণ হতে পারে মুসলিম ভোট।’
সংবাদমাধ্যম ‘জেটিও নিউজ’ এর প্রধান সম্পাদক ও বিশ্লেষক মেহদি হাসান বলেন, ‘মিশিগানে মুসলিম ভোটারদের অনুভূতি উপেক্ষা করাটা ডেমোক্র্যাটদের জন্য বিপজ্জনক ভুল ছিল।
কারণ অনেক আরব আমেরিকান মনে করেন, ট্রাম্প পরিবর্তন আনতে পারবেন।
আর সেই বিশ্বাসই প্রতিধ্বনিত হলো-ফিলিস্তিনি আমেরিকান নাবিল হামামেহ’র কণ্ঠেও। আরব আমেরিকানরা ট্রাম্পের সমর্থনে নির্বাচন রাতের দিন পার্টি করছিল। সেই পার্টিতে উপস্থিত ছিলেন হামামেহ। মিডল ইস্ট আইকে তিনি বলেন, দেশের পরিবর্তন দরকার এবং আমার মনে হয় ট্রাম্পই সেই পরিবর্তন আনতে পারেন।
শহরের অনেক ভোটার মঙ্গলবারের নির্বাচনে প্রথমবারের মতো ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। তবে হামামেহ সবসময়ই একজন রিপাবলিকান এবং তিনি বিশ্বাস করেন, ট্রাম্পের আন্তর্জাতিক নেতাদের সাথে সম্পর্ক ভালো এবং তিনি নিশ্চয়ই ইসরায়েলি সন্ত্রাস নিয়ন্ত্রণে আরও ভালো কাজ করবেন।
২০২০ সালে মিশিগানে ৫১ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়েছিলেন বাইডেন; যেখানে ট্রাম্প পেয়েছিলেন ৪৮শতাংশ ভোট। এর আগে ২০১৬ সালে ট্রাম্প মাত্র .০২ শতাংশ ভোটে জিতেছিলেন। রাজ্যে হিলারি ক্লিনটনের ৪৭.৪ শতাংশ ভোটকে অতিক্রম করে ৪৭.৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন