গাজা যুদ্ধে নিহত প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু: জাতিসংঘ

আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


জাতিসংঘ মানবাধিকার কার্যালয় শুক্রবার বলেছে, গাজা যুদ্ধে নিহতদের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, তাদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। এই হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির ধারাবাহিক লঙ্ঘন বলে নিন্দা করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালায়।

একবছর আগে গাজায় শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের প্রথম সাত মাসের মৃতের সংখ্যার হিসাব গণনা করেছে জাতিসংঘ। এই সাত মাস সময়ে মানবাধিকার কার্যালয় ৮,১১৯ টি মৃতদেহ যাচাই করেছে। এই সংখ্যা যুদ্ধের ১৩ মাসে ফিলিস্তিনের স্বাস্থ্যকর্তৃপক্ষের দেওয়া ৪৩ হাজারের বেশি নিহতের সংখ্যার চেয়ে কম।

তবে যুদ্ধে নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু বলে জাতিসংঘ যে তথ্য দিয়েছে, সেটি ফিলিস্তিনের দেওয়া বিবৃতির সঙ্গে মিলে গেছে।

ফিলিস্তিনের পক্ষ থেকে যুদ্ধ মারা যাওয়াদের বেশির ভাগই নারী ও শিশু বলে বিবৃতি দেওয়া হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয় তাদের দেওয়া ৩২ পাতার রিপোর্টে নারী ও শিশু মৃত্যুর ওই পরিসংখ্যান দিয়ে

এক বিবৃতিতে একে আন্তর্জাতিক মানবিক আইনের মূল নীতির লঙ্ঘন বলেছে। তবে ইসরায়েল জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
তথ্যসূত্র: বিডিনিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ