মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ফিলিস্তিনি ছিটমহল গাজার প্রধান শহর গাজার রাস্তায় রাস্তায় ইসরায়েলি বাহিনির সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। হামাস যোদ্ধারা টানেল ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
যুদ্ধের পর তারা অনির্দিষ্টকাল গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে, ইসরায়েলের এমন মন্তব্যের বিপরীতে যুক্তরাষ্ট্র বলেছে, তখনও ফিলিস্তিনিদেরই গাজা শাসন করতে হবে।
ইসরায়েলের সামরিক বাহিনি জানায়, তাদের সেনারা হামাসের মূল ঘাঁটি গাজা শহরের প্রাণকেন্দ্রের দিকে এগোচ্ছে। হামাস বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনির ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।
হামাসের সশস্ত্র শাখা বুধবার (৮ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছে। সেটিতে গাজা শহরের বোমা বিধ্বস্ত ভবনগুলোর আশপাশের রাস্তাগুলোতে তীব্র লড়াই হতে দেখা গেছে।
হামাসের সূত্রগুলো এবং পৃথক ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের যোদ্ধাদের দেয়া তথ্যানুযায়ী রয়টার্স জানিয়েছে, হামাস যোদ্ধারা ভূগর্ভস্থ টানেনগুলো ব্যবহার করে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তারা ইসরায়েলি ট্যাংকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।
৭ অক্টোবর গাজার হামাস যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালালে ১৪শো জন নিহত এবং হামাস প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গিয়ে জিম্মি করেছে বলে ইসরায়েল জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানাছেন, তারপর থেকে বুধবার পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনির হামলায় ১০ হাজার ৫৬৯ জন নিহত হয়েছে, এদের মধ্যে ৪০ শতাংশই শিশু।
তথ্যসূত্র: বিডিনিউজ