গাজীপুরে ভোটকেন্দ্রে আরেক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ১:১৮ অপরাহ্ণ

আব্দুল করিম

সোনার দেশ ডেস্ক :


গাজীপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল করিমের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর মহানগরের বোর্ড বাজার উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। রোববার (৭ জানুয়ারি) সকালে কেন্দ্রের বাইরে তার মৃত্যু হয়।

আব্দুল করিম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পুটান গ্রামের বাসিন্দা এবং একই উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হেলাল মিয়া জানান, আব্দুল করিম শনিবার (৬ জানুয়ারি) রাতেই কেন্দ্রে যোগ দিয়ে রাত ১২টা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করছিলেন।

বোর্ড বাজার এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন শেষে আজ সকাল ৭:১৫টার দিকে নাশতা করতে কেন্দ্রের বাইরে যান। ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
গাছা থানার এসআই নাসরিন আক্তার জানান, হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল করিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

হাসপাতালের আরএমও রফিকুল ইসলাম জানান, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ওদিকে, ভোলার লালমোহনে স্ট্রোক করে চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন