সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বিজয় মাসে আজ ‘মোরা রক্ত রবির মতো সোনালী সকাল’ গানের উৎসব। শুক্রবার (৮ ডিসেম্বর) এই গানের উৎসবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লায়ন্স মোহাম্মদ আলী কামাল, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, শিশুতোষগানের রচয়িতা মঞ্জুরুল কাদির রিবন এবং গানের সুর ও সংগীত সৌমিত্র ব্যানার্জি।
জানা গেছে, গানটি প্রথম ১৯৯৭ সালে বিটিভিতে বর্তমান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং অন্যান্যদের অংশগ্রহণে বাংলাদেশ টেলিভিশনে প্রথম পরিবেশিত হয়। নতুন প্রজন্মের শিশুদের উৎসাহিত এবং তাদের মনন বিকাশে গানটি পুনরায় নতুন প্রজন্মের শিশুদেরকে দিয়ে নতুনভাবে উপস্থাপন করা হলো। আশা করি গানটি শিশুদের আগামীর সুন্দর ভবন গড়তে সহায়তা করবে।