গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ উত্তোলন করছে রাবি শিক্ষার্থীরা

আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:


বন্যাকবলিত এলাকার বানভাসি মানুষের জন্য অর্থ উত্তোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংস্কৃতিক কর্মীরা। রোববার (২৫ আগস্ট) বিকেল ৩ টায় রাজশাহীর মুক্তমঞ্চে গান পরিবেশনা করেন শিক্ষার্থীরা। এসময় গান গেয়ে মোটা অংকের তহবিল সংগ্রহ করেন তারা। এর আগেও দুদিন গান পরিবেশন করে তহবিল সংগ্রহ করেছেন তারা।


নগরীর মুক্তমঞ্ছে গান পরিবেশন করে সাংস্কৃতিক কর্মীদের ১টি দল। ছবি: সংগৃহীত


খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর সাংস্কৃতিক কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পুরো রাজশাহী জুড়ে গান পরিবেশনা করছেন। রাজশাহীর মুক্তমঞ্চ, শহরের জিরোপয়েন্ট, নগরীর ভদ্রা এলাকা, রাজশাহীর রেলস্টেশন, কোর্ট স্টেশন, সিএন্ডবি মোড়, পদ্মা গার্ডেন, টি-বাঁধ ও বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন জায়গায় গান পরিবেশনা করতে দেখা যায় তাদের। আগামীকাল (২৬ আহস্ট) গান পরিবেশন করবে রাজশাহীর বানেশ্বর বাজার, মুক্তমঞ্চ ও আইবাধঁ এলাকায়।

এ বিষয়ে সাংস্কৃতিক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করা উচিত। আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, তারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছি। আর সেখান থেকে পাওয়া অর্থ বন্যার্তদের মাঝে প্রেরণ করা হচ্ছে। শনিবার রাজশাহীতে জনসমাগম হয় এমন কয়েকটি জায়গায় আমরা গান পরিবেশন করে মোটা অংকের টাকা পাই। এছাড়াও আজকেও আমাদের বিভিন্ন জায়গায় কনসার্ট রয়েছে। বন্যার্তদের জন্য আমাদের এ কর্মসূচি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

সাধারণ মানুষের সাড়া পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ আমাদের এ আয়োজনে ভালো সাড়া দিচ্ছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছে। তারা সবাই অর্থ প্রদান করে আমাদেরকে সহযোগিতা করছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version