গান বাংলার তাপস কারাগারে, রিমান্ড শুনানি এখন নয়

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

পুলিশের হেফাজতে কৌশিক হোসেন তাপস

সোনার দেশ ডেস্ক:


রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

এর আগে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিববুল্লাহ তাপসের সাত দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিতি না হওয়ায় তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৬ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

এর আগে, রবিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরে মামলা দায়ের করেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন