গায়ে পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর সহধর্মিনী

আপডেট: আগস্ট ৩, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


গায়ে জাতীয় পতাকা জড়িয়ে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহীর মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ। দেশব্যাপী শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টের আরডিএ মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন তিনি।

সালমা শাহাদাৎ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর সহধর্মিনী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সালমা শাহাদাৎ গায়ে জাতীয় পতাকা জড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে সমাবেশ করতে নগরীর জিরোপয়েন্টে যান। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে সেখান থেকে সরে যেতে বললে পাশেই নগরীর আরডিএ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে কর্মসূচি শেষ করেন।

সালমা শাহাদৎ বলেন, ‘সারাদেশে প্রায় আড়াই শতাধিক কোমলমতি মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমারও সন্তান রয়েছে। মূলত আমি মা ও অভিভাবক হিসেবে বিবেকের তাড়নায় রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর যাতে কোনো সন্তানের মায়ের বুক এভাবে খালি না হয় সেই দাবিতেই জিরোপয়েন্টে গিয়েছিলাম।’ তিনি আরো বলেন, ‘গাজীপুরে এক শিক্ষার্থী মারা গেছে যিনি আমার ছেলের বন্ধু। ছেলেটি অত্যন্ত মেধাবী, ড্রোন

বানাতো। আরেক ছেলে মুগ্ধ। সে সফল ফ্রিল্যান্সার। দুই ছেলের মত অসংখ্য মেধাবীকে পাখির ন্যায় গুলি করা হয়েছে। যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যাতে সকল মায়েরা রাস্তায় নেমে এর প্রতিবাদ জানায়, সেজন্য আমি আজ রাস্তায় দাঁড়িয়েছিলাম।’

এ বিভাগের অন্যান্য সংবাদ