সোনার দেশ ডেস্ক :
রাজধানী মিরপুর-১৪ নম্বরে কচুক্ষেতের ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লি.’ নামে একটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তা অবরোধ করে কাছাকাছি অন্যান্য গার্মেন্ট ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনী-পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেতে ঘটনাটি ঘটে।
জানা গেছে, মিরপুর ১৪ নম্বরের ক্রিয়েটিভ ডিজাইনার্স গার্মেন্টের কয়েকশ শ্রমিক সকাল ৮টায় কচুক্ষেতে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।
এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। শ্রমিকরা কাছাকাছি আরও ৮টি গার্মেন্টে হামলা ও ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধরা।
এই ঘটনার পর মিরপুর-১৪ নম্বর থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী লোকজনকে অনেক ভোগান্তিতে পড়েন।
কাফরুল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা জানান, এখন পরিস্থিতি শান্ত। দুর্বৃত্তরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ