গাসিক নির্বাচনে ১৩৩ কেন্দ্রের ফল: আজমত ৫৮০২৫, জায়েদা ৬৮৮০০

আপডেট: মে ২৫, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১৩৩ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘোষিত কয়েকটি কেন্দ্রের ফলাফল পেয়েছে বাংলানিউজ টোয়েন্টিফোর। ঘোষিত ফলাফল অনুযায়ী, কেন্দ্রগুলোয় নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন ৫৮ হাজার ০২৫ ভোট। তার প্রতিন্দ্বন্দ্বী ‘টেবিল ঘড়ি’ মার্কার স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৬৮ হাজার ৮০০ ভোট।
অন্যান্য প্রার্থীদের ফলাফল হিসেবে জানা গেছে- আতিকুল ইসলাম (মাছ মার্কা) পেয়েছেন ১২২১ ভোট; এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৮৩৯; গাজী আতাউর রহমান (হাতপাখা) ২৭৬৪; মো. রাজু আহমেদ (গোলাপ ফুল) ৪০৯; মো. হারুন-অর-রশিদ (ঘোড়া) ১৩৬ এবং সরকার শাহনূর ইসলাম (হাতি) পেয়েছেন ১৩০১ ভোট।
ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় গাসিক নির্বাচনের ফলাফল ঘোষণা করতে শুরু করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম। ধারাবাহিকভাবে ৪৮০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ