গুরুদাসপুরে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৬, ১২:০৫ পূর্বাহ্ণ

গুরুদাসপুর প্রতিনিধি


গুরুদাসপুরে মালয়েশিয়া প্রবাসী মাহাবুব আলমের ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টি। গত শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে একতা পরিবহনে (ঢাকা মেট্টো-ব-১৪-৮৮৪০) গুরুদাসপুরে আসার পথে ওই প্রবাসীর তিনটি লাগেজ, দুইটি দামি মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগ করেন প্রবাসী মাহাবুব আলম। তিনি গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফার ছেলে।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় গুরুদাসপুর থানা পুলিশ ওই পরিবহনের সুপারভাইজার এনায়েত শেখ (২৮) ও  হেলপার নাছির খানকে (৩৫) আটক করেছে। থানায় মামলা করতে গেলে মামলা নেয়া হয় নি বলে কাঁদতে কাঁদতে থানা ত্যাগ করেন মাহাবুব।
এ ব্যাপারে ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল ঢাকার আশুলিয়া থানা এলাকা। তাই ওখানে মামলা করতে হবে। তবে সন্দেহজনকভাবে দুইজনকে আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ