রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে রকি মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে একটি সাটারগান, দুই রাউন্ড গুলি ও ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া থেকে গতকাল সোমবার শেষ বিকালে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গুরুদাসপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রকির বাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করেছে। থানা পুলিশের এএসআই আনোয়ার হোসেন অভিযানে নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে আরো দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গতকালও অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা রুজু হয়েছে। তার স্ত্রী দুই সন্তানের জননী রত্না বেগমও ওই ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। রকি মোল্লা ওই মহল্লার মৃত মফিজ মোল্লার ছেলে।