গুরুদাসপুরে ইউসিসিএ’র ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের গুরুদাসপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ এর সভাপতি মো. আব্দুর রশিদ প্রধান।

আলোচনা সভার প্রথম পর্বে কৃষি খাতকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউসিসিএ’র মাঠকর্মি অয়াহেদুর রহমান। সমিতির সদস্যদের ঋণ না নিয়ে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভার দ্বিতীয় পর্বে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২১ লাখ ৪০ হাজার ২০০ টাকার রাজস্ব বাজেট (আয়) পেশ করেন ইউসিসিএ লি. অফিসের হিসাবরক্ষক মো. নাজমুল হুদা। এর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ১৯ হাজার টাকা ও স্থিতি ধরা হয় ৬ লাখ ২০ হাজার টাকা। বাজেটটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।#

Exit mobile version