গুরুদাসপুরে ‘এ প্লাস’ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা চেষ্টা

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:১৭ পূর্বাহ্ণ

গুরুদাসপুর প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে জেএসসি পরীক্ষায় এ প্লাস না পাওয়ায় খুবজীপুর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী (১৪) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে মুমূর্ষাবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বামনবাড়িয়া গ্রামের এন্তাজ আলীর মেয়ে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা রওশন জানান, বেলা আড়াইটার দিকে ওই ছাত্রীকে জরুরি বিভাগে আনা হয়। স্টমাক ওয়াশ করে বিষক্রিয়ামুক্ত করে চিকিৎসা দেয়া হচ্ছে। চার থেকে ছয় ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না।
ছাত্রীর চাচা হায়দার আলী জানান, গতকাল ফলাফলে প্রত্যাশীত এ প্লাস না পেয়ে চার দশমিক ৪৫ পায়। এতে ক্ষোভে দুঃখে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। দুই ভাই দুই বোনের মধ্যে ওই ছাত্রী তৃতীয়। তার দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। এ কারণে তার ভালো ফলাফলের প্রত্যাশা ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ