গুরুদাসপুরে কলেজে ঢুকে শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা || বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ২:৪৭ অপরাহ্ণ

নাটোর অফিস


প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় নাটোরের গুরুদাসপুরে কলেজে প্রবেশ করে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে স্থানীয় এক বখাটে যুবক। এতে ওই বখাটের কামড়ে ও হাতের নখের আচড়ে গুরুতর জখম হয়েছে ওই শিক্ষার্থী। এসময় ওই শিক্ষার্থীর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটে যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে গুরুতর আহত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বখাটে যুবক ঈমন আহমেদ সাগর খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল করিমের ছেলে ও রাজশাহী কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র। এদিকে ঘটনার পর পরই বখাটের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মোহম্মদ সায়দুজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী কে মাঝে মধ্যে উত্যাক্ত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে ঈমর আহমেদ সাগর। কিন্তু মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাক্ষান করায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই কলেজে কমন রুমে প্রবেশ করে বখাটে ঈমন আহমেদ সাাগর। তাকে ভিতরে প্রবেশ করতে দেখে শিক্ষার্থীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঈমন গিয়ে ওই শিক্ষার্থীকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় বখাটে ঈমন আহমেদে সাগর ছাত্রীর গলায় এবং হাতে কামড় দেয়। পরে কলেজের অন্যান্য ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এবং কলেজের শিক্ষার্থীরা এসে বখাটে ঈমন আহমেদ সাগরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং বখাটে ডুবককে আটক করে থানায় নিয়ে যায়। কলেজে প্রবেশ করে শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এসময় ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে তারা। পরে বখাটে যুবক ঈমন আহমেদ সাগরের দৃষ্টান্তমূলক শ্বাস্তির আশ্বাস দিলে ক্লাসে ফিরে যায় তারা। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বখাটে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করে নি। অভিযোগ দায়ের হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ