শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় পুরানপাড়ার ভেজাল গুড় তৈরির কারখানায় মিললো মরাপঁচা ইঁদুর, টিকটিকি, পোকামাকড় আর ময়লা আবর্জনা। হাজী বাদশা শাহ্র মেসার্স শাহ্ এন্টারপ্রাইজসহ মুক্তার শাহ্, সুজন ও আসাদ সোনারের কারখানা চারটি বছরের পর বছর ধরে ওই ভেজাল গুড় তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তারের ভাম্যমাণ আদালত হাজী বাদশা ও মুক্তার শাহ্‘র গুড় কারখানায় মরাপচাঁ ইদুর, টিকটিকি ও বিভিন্ন পোকামাকড়সহ পরিবেশ দূষনের আলামত পাওয়ায় প্রত্যেককে ২০ হাজার টাকা ও সুজন শাহ্ এবং আসাদ সোনরকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় ভোক্তা অধিকার সংগঠন নাটোর জেলা শাখার সহকারী পরিচালক ফারুক আহম্মেদ ও স্যানিটারি ইন্সপেক্টর মাধবচন্দ্র সরকারসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।