গুরুদাসপুরে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ১

আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৪৪ অপরাহ্ণ

নাটোর অফিস
নাটোরের গুরুদাসপুরে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে শহীদ চৌধুরী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে গুরুদাসপুর উপজেলার নাড়ীবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহীদ চৌধুরী একই উপজেলার লক্ষীকোল পালপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গুরুদাসপুরের উত্তর নাড়ীবাড়ি গ্রামে ফাতাহার তানভীর ফয়সালের বাড়িতে বাসাভাড়া করে সেখানে মানবাধিকার সুরক্ষা ‘সোসাই’ নামে একটি অফিস খোলে শহীদ চৌধুরী। সেখানে সুন্দরী নারী গোছানোই টার্গেট নিয়ে ওই এলাকার নারীদের ঢাকার বিভিন্ন অফিসে চাকরি দেয়া হবে বলে প্রচার করে আসছিলেন শহীদ চৌধুরী। এক পর্যায়ে গুরুদাসপুরের নারানপুর গ্রামের মাসুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পঞ্চাশ হাজার টাকার বিনিময় চার হাজার টাকা বেতনের চাকরি ঠিক করা হয়। বিষয়টি মাসুমার স্বজনরা খোঁজ খবর নিয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে গুরুদাসপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে শহীদ চৌধুরীরকে আটক করে।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি দিলিপ কুমার দাস বলেন, এ ঘটনায় শহীদ চৌধুরীকে আসামি করে মাসুমার চাচা খোদাবক্স বাদী হয়ে গুরুদাসপুর একটি মামলা দায়ের করেছে। পরে শুক্রবার দুপুরে তাকে নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।