গুরুদাসপুরে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

গুরুদাসপুর প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ভাঙ্গা মসজিদ এলাকার বিন্ন্যাবাড়ি সড়কের পাশ থেকে থেকে গতকাল সোমবার সকালে আবুল কাশেম (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার নারায়নপুর গ্রামে ওই শ্রমিকের বাড়ি।
থানা পুলিশ জানায়, শ্রমিক কাশেম রোববার সারাদিন পৌরসভার কর্মকারপাড়ায় একটি বাড়িতে কাজ করেন। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি না ফিরে উপজেলার বিন্যাবাড়িতে তার খালার বাড়ি যাচ্ছিলেন। কিন্তু সকালে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাতে কোন দ্রুতযানের ধাক্কায় আহত হয়ে মারা যেতে পারেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ