রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো শহীদ সাত্তার রেকায়েত প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের গুরুদাসপুর পৌর শহরে চাঁচকৈড় প্রফেসরপাড়া মহল্লায় বিদ্যালয়টির গোড়াপত্তন করা হয়েছে। স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস বিদ্যালয়টির উদ্বোধন করেন।
এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উদ্যোক্তা মো. নজরুল ইসলাম। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবমহিলা লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক এনামুল হক, জেলা আ’লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি মাসুদ সরকার, পৌর আ’লীগের যুগ্মসম্পাদক রেজাউল করিম সবুজ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আতিকুর রহমান ভুলু।
সভায় সাংসদ আবদুল কুদ্দুস বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে বিদ্যালয়টি অবদান রাখবে। এজন্য তিনি বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়াসহ সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।