রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণে শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার আশার খুবজীপুর শাখা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাখা ব্যাবস্থাপক মো. সৈয়দ আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান চৌধরী, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এমএম আলী আক্কাছ ও প্রশিক্ষক এসএম ফরহাদুল ইসলাম। খুবজীপুর এলাকার দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত ৪৬১ জন শিক্ষার্থীকে ১৫ জন শিক্ষা সেবিকার মাধ্যমে আশা’র নিজস্ব অর্থায়নে ওই শিক্ষাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।