শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
গুরুদাসপুরে ফলদ বৃক্ষমেলা পরিদর্শন করেন সাংসদ আবদুল কুদ্দুসসহ অতিথিরা-সোনার দেশ
নাটোরের গুরুদাসপুরে ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ স্লোগান নিয়ে চার দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করেন সাংসদ আবদুল কুদ্দুস। উপজেলা পরিষদ চত্বরে কৃষি অধিদফতর আয়োজিত মেলায় ২০টি স্টল অংশগ্রহণ করছে।
বৃক্ষমেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃক্ষরোপনের গুরুত্বারোপ করে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুুল করিম, সহকারী কমিশনার (ভূমি) গণপ্রতি রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নার্সারি মালিক মকলেছুর রহমান প্রমুখ। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।