বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
বজ্রপাতে হাবিল (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে অলৌকিভাবে বেঁচে গেছেন তার দুই শিশুসন্তানসহ স্ত্রী। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নারীবাড়ী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ইফতারের আগ মুহূর্তে ঝড়ের তাণ্ডব শুরু হয়। এসময় পরিবারটি ঘরেই অবস্থান করছিল। বজ্রপাতটি তার টিনের চালার ওপর পড়লে হাবিল দগ্ধ হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাবিল মারা যান। সেই ওই গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। তবে চুরি যাওয়ার ভয়ে হাবিলের লাশ তার বাড়িতেই দাফন করা হয়েছে এবং কবরটি ইট দিয়ে পাকা করে দেয়া হয়েছে।