গুরুদাসপুরে মাদকবিরোধী সমাবেশ

আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৬, ১২:০৮ পূর্বাহ্ণ

গুরুদাসপুর প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চবিদ্যালয়ে উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ নিরোধ ও মাদকবিরোধী মতবিনিময়সভা’ গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.ইয়াসমিন আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শাহিনা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি মো. সাকাওয়াত হোসেন মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক  আনিছুর রহমান খাঁন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকতরানা লাবু প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সম্প্রতি বিদ্যালয়টির কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে বিদ্যালয়ের বিশ্রামাগারে মাদক সেবনের অভিযোগ ওঠে। এনিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কয়েকটি প্রতিষ্ঠান তদন্ত করে। বিদ্যালয়ের পরিস্থিতি অনুকুলে রাখাসহ শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা তৈরি করতে ওই সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ