মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
একে তো অভাবের সংসার। তার ওপর মাদকের টাকার যোগান দিতে সংসারের সম্পদ চুরি, ভাঙচুরের ঘটনায় অতিষ্ঠ পরিবার। সম্ভাব্য সবধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে একমাত্র সন্তানকে পুলিশে দিলেন মা। গতকাল বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে ওই ছেলেকে দুইমাসের বিনাশ্রম কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার ওই আদালত পরিচালনা করেন। বিকেলেই আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামের আঞ্জুয়ারা বেগম নামে একজন মা অভিযোগ করে বলেন, তার একমাত্র ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছেন। নেশার টাকা যোগান দিতে গিয়ে তাদের পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাকে পুলিশ হেফাজতে নেয়ার জন্য একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়ার পর পুলিশ গতকাল বৃহষ্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে।