মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
গুরুদাসপুরে এ হনুমানটি লোকালয়ে বসবাস করছে-সোনার দেশ
গত তিন দিন ধরে একটি পুরুষ হনুমান গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। শতশত উৎসুক মানুষ হনুমানটিকে দেখার জন্য ভীড় জমাচ্ছে। হনুমানটি অতিষ্ট হয়ে দ্রুত জায়গা বদলাচ্ছে।
তারপরও পিছু ছাড়ছে না উৎসুক মানুষ। এ কারণে খাদ্য সংকটে ভুগছে হনুমানটি। কোথায় থেকে, কেমন করে হনুমানটি গুরুদাসপুরে এসেছে বলতে পারছেনা কেউই। কিন্তু প্রাণিটি উদ্ধারে তৎপরতা দেখা যায় নি বনবিভাগের দায়িত্বপ্রাপ্তদের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, হনুমানটি উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগকে জানানো হয়েছে।