মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোর জেলা ট্রাক, ট্রাংকলরী ও কার্ভাডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন গুরুদাসপুর শাখার পক্ষ থেকে সংগঠনের সদস্য শ্রমিক ছাইদুল ইসলামের পরিবারকে মৃত্যুদাবির অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৌরশহরের চাঁচকৈড় বাজারের ওই সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই অনুদানের টাকা প্রদান করা হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন গুরুদাসপুর উপজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সামছুল হক শেখ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, আয়োজক সংগঠনের জেলা কমিটির সভাপতি মোস্তারুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী হীরা, সাংগঠনিক সম্পাদক রওনক হোসেন এবং উপজেলা সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার প্রমুখ। আনুষ্ঠানিকতা শেষে শ্রমিক ছাইদুল ইসলামের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।