শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্কাছ আলী (৮০) গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। পরপর দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী মৃত্যুকালে স্ত্রী চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিয়াঘাট গ্রামের মৃত ছইরুদ্দিন প্রামানিকের ছেলে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিয়াঘাট উচ্চবিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়।