মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে সদস্য সংগ্রহ উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা ও পৌরসভার সকল ওয়ার্ডের সদস্যরা এ সভায় অংশগ্রহণ করেন।
উপজেলার চাঁচকৈড় বাজারে ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’- চত্বরে আয়োজিত সদস্য সংগ্রহ সভায় গুরুদাসপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক স্বাধীন মাহমুদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক আমিরুল ইসলাম আন্টু, নাটোর জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ সরকার, পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সম সেলিম প্রমুখ।