শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার ‘বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে’র কাছিকাটা টোলপ্লাজায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক রবি (৩০) ও হেলপার খোকন (৩২) নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ দুঘর্টনা ঘটে। তাদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার চানবিল গ্রামে।
টোলপ্লাজার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্কয়াররের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ- ১১-১৯২৫) টোল দেয়ার জন্য দাঁড়িয়েছিল। পেছন থেকে একটি মাঝারি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৩৪৮২) স্কয়াররের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় দুই গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এক পর্যায়ে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার ভবনে গিয়ে আঘাত করে। ফলে ওই ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাদের বনপাড়া আমেনা ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা হয়েছে।